শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

ভাঁড়–খালীতে দাঁতভাঙ্গা খালের উপর স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাঁড়–খালীতে বহু প্রতিক্ষিত দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর ৫ ভেন্টের রেগুলেটর স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করে স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি। এসময় তিনি বলেন, “৩টি ইউনিয়নের জলাবদ্ধতার নিরসন ও চাষাবাদ নিশ্চিত করতে আমি কথা দিয়েছিলাম। দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর স্লুইচ গেট নির্মাণ করবো। আজ এ স্লুইচ গেটের নির্মাণ কাজের উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। উন্নয়নের স্বার্থে সকল দ্বিধা দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও ভাঁড়–খালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহীনুর রহমান বাবু, সুমন হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য গণেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য স্বপন কুমার প্রমুখ। উলে­খ্য ২ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে স্লুইচ গেট নির্মান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com