মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

ভাইরাল শাকিবের প্রথম র‌্যাপ গান ‘কথা আছে’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

এফএনএস বিনোদন: ঈদে মুক্তি পেতে যাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’র ছবির প্রথম গান ‘কথা আছে’ প্রকাশ পেয়েছে গত বুধবার সন্ধ্যায়। নায়ক শাকিব খান তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে শাকিবের ক্যারিয়ারে প্রথম এই র‌্যাপ গানটি। গত বৃহস্প্রতিবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি ফেসবুকে সার্চ করলে ‘পপুলার নাও’ দেখা যাচ্ছে। ইতোমধ্যে প্রায় আটলাখ দর্শক দেখেছে শাকিবের দুর্দান্ত কামব্যাকের ‘কথা আছে।’ ফেসবুকে শাকিবের পেইজ থেকে গানটি শেয়ার হয়েছে আটত্রিশ’শ হাজার, মন্তব্য পড়েছে দশ হাজারের বেশি। যেসব মন্তব্যে মুগ্ধতা প্রকাশ করে বাহবা দিচ্ছেন দর্শকরা। পাশাপাশি বিভিন্নজন ইতিবাচক রিভিউ দিচ্ছেন। তারা বলছেন, গানটির কারণে ঈদে এই ছবি দেখার আগ্রহ বেড়েছে তাদের। বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। আরও বলেন, নতুন শাকিবকে পেলেন। প্রায় একবছর পর প্রকাশিত নতুন গানে তার পারফর্মেন্স মুগ্ধ সমালোচকরাও। র‌্যাপ ধাঁচের এ গানটি গেয়েছেন ‘গাল্লি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শাকিবের পাশাপাশি গানটির জন্য এই শিল্পীও দারুণ প্রশংসা পাচ্ছেন। গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন তাবিব মাহমুদ। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে। ‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন নির্মাণ করেছেন তপু খান। শাকিব ছাড়াও অভিনয় করেন বুবলী, মিশা সওদাগর সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com