বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা আই পি এম কৃষি ক্লাব ও এ আই সি সি সেন্টারের উদ্যোগে ও জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বিকাল ৫টায় ২৫০ জন প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গরিবের ডাক্তার খ্যাত সাতক্ষীরা—৩আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ চিশতী, মেয়র সাতক্ষীরা জেলা ও সমন্বয়ক সাতক্ষীরা ৪ আসন। জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।