দেবহাটা অফিস \ ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী শুভজিৎ সরকার বিদ্যালয়ের ক্লাসে ছিল, বন্ধুদের সাথে ক্লাস করেছে। হৈ হুলোড় ছিল বন্ধুদের সাথে, দুপুর দুইটার কিছু পূর্বে তখনও আকাশে রৌদ্রউজ্জ্বল, তীব্র রৌদ্র, তাপদাহ। হঠাৎ বৃষ্টিপাত, বিদ্যালয় তখন টিফিন সময়, শুভজিৎ সরকার সহ তার বন্ধুরা বিদ্যালয় মাঠে দীর্ঘ দিনের প্রতিক্ষিত বৃষ্টিতে ফুটবল খেলতে নামে। তখনও বন্ধুরা তুমুল প্রতিদ্বন্দিতায় খেলায় মত্ত। বিধি বাম হঠাৎ বজ্রপাত আর উক্ত বজ্রপাত অদম্য কিশোরদের মাঝেই। মুহুর্তে বজ্রপাতের তাপদাহে, আগুনের তীব্রতায় শুভজিৎ সরকার, তার বন্ধু জয় কুমার সহ অন্য বন্ধুরা। ঘটনার পর পরই শিক্ষক, এলাকাবাসি সহ সহপাঠিরা তাদেরকে সখিপুর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা শুভজিৎ সরকারকে মৃত ঘোষণা করেন। এই সময় হাসপাতাল চত্বরে হৃদয় বিদারক দৃশ্যের অবতরনা ঘটে। মুহুর্তে বন্ধুর মৃত্যুর খবর পৌছে যায় বিদ্যালয়ে বন্ধুদের বুকফাটা কান্না আর কান্না। যেন ভাই হারানোর বিদীর্ণ বেদনা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জয় কুমারের চিকিৎসা চলছে। এমন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।