দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুরের বস্ত্র ব্যবসায়ী পরিতোষ কুমারের মৃত দেহ ভাতশালা গ্রামের একটি মৎস্য ঘেরের ভেড়িবাধ হতে উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার) সন্ধ্যায় মৎস্য ঘেরের ভেঁঁড়িবাধে মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবহাটা তানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে পরিতোষ কুমার সখিপুরের বাসিন্দা, তিনি বস্ত্র ব্যবসা করতেন গতকাল একটি সাইকেল চেপে তিনি ভাতশালা এলাকায় জান বলে জানাগেছে।