দেবহাটা অফিস \ দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালায় গ্রামীন সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি দিন দিন ক্ষয়িষ্ণু হতে চলেছে। ভারী যানবাহন চলাচলের প্রতিনিয়ত রাস্তা ভাংছে। ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রমে পরিশ্রম করা ভাতশালা গ্রামের আরশাদ আলী (৫৫) ভারী যানবাহন চলাচল না করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বালূ, ইট, সহ অপরাপর পণ্যবাহী ট্রলী অবিরাম চলছে। আর রাস্তা ধ্বংসের কারন ভারী যানবাহনের পক্ষে একই গ্রামের শক্তিধর কতিপয় মহল। উক্ত মহল বিশেষের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় দুই প্রতিনিধি, এ নিয়ে আরশাদ আলী ছিল তাদের চক্ষুশুল, কয়েকদিন পূর্বে তাকে চোরের মিথ্যা অপবাদ দেওয়ার পর এবার বুধবার সকাল, বিকাল, দুই দফায় আরশাদ আলীর বসতবাড়ীতে যেয়ে হামলা চালিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করে। হামলায় আরশাদ আলীর মাথা ফেটে গেলে তাকে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। হামলা কারীরা একই সময়ে তার ভাই নওয়াব আলীর হাত পা বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে দেবহাটা থানায় আঃ জলিল, নুর হোসেন সরদার সহ সাতজনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।