এফএনএস: ভারতীয় খাসিয়াদের গুলিতে অনুপ্রবেশকারী সিলেটে মারুফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তার অন্য সহযোগীরা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকালে মারা যান। এর আগে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭—এস—এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) জানান, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্ত পথ ব্যবহার করে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭—এস—এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হলে ওই নৃগোষ্ঠীর একজন তার একনলা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন। পরে তাকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন এবং পরিবারের সদস্যরা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবি সূত্র জানায়, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠায় ও অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।