মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম দিন ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। শুরুর দিকে স্যাম কনস্টাসের ঝড়ো ব্যাটিংয়ের পর উসমান খাজা, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথের ফিফটিতে ভর করে প্রথম দিনে ৩০০ পার করেছে অস্ট্রেলিয়া, হাতে এখনও আছে ৪ উইকেট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এদিন অজিদের হয়ে অভিষেক হয় স্যাম কনস্টাসের। ওপেনিংয়ে উসমান খাজার সাথে নামেন কনস্টাস। নেমেই যেন ভারতীয়দের চক্ষুচড়কগাছ করে দিতে থাকেন কনস্টাস। শুরু থেকেই চরম মারমুখি ব্যাটিং দিয়ে ভারতীয় বোলারদের ভড়কে দেন কনস্টাস। যে জাসপ্রীত বুমরাহকে মোকাবেলা করা নিয়ে এত আলোচনা সেই বুমরাহকেই পিটিয়ে তক্তা বানিয়েছেন কনস্টাস। সুইপ, রিভার্স সুইপ, স্কুপ, রিভার্স স্কুপ – উদ্ভাবনী সব শটের পসরা সাজিয়ে বসেছিলেন কনস্টাস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ সবাইকে পিটিয়ে তক্তা বানিয়েছেন কনস্টাস। ছুঁয়েছেন ফিফটিও। কনস্টাসকে থামাতে স্লেজিংয়ের আশ্রয়ও নিয়েছিলেন ভারতীয়রা। তবে লাভ হয়নি। ৬৫ বলে ৬০ রানের আগ্রাসী এক ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়ে সাজঘরে ফিরেছেন কনস্টাস। দলের ৮৯ রানের মাথাতে আউট হন অজি ওপেনার, তাকে ফেরান রবীন্দ্র জাদেজা। দলীয় ৮৯ রানের মধ্যে ৬০ রানই এসেছে কনস্টাসের ব্যাট থেকে। কনস্টাসের বিদায়ের পর রানের গতি কমেছে অস্ট্রেলিয়ার। উসমান খাজার সাথে যোগ দেন মারনাস লাবুশেন। ফর্ম নিয়ে ধুঁকতে থাকা লাবুশেনকে এদিন কিছুটা সাবলীল মনে হয়েছে। খাজা—লাবুশেনের ব্যাটে চরে এগিয়েছে অস্ট্রেলিয়ার ইনিংস। ফিফটি ছুঁয়েছেন খাজা। ফিফটির পরই থেমেছেন। ১২১ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের ১৫৪ রানের মাথায় থামেন উসমান খাজা। ওপেনারের বিদায়ের পর লাবুশেনের সাথে যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ। ব্যাট হাতে বেশ সাবলীল ছিলেন দুজনই। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন লাবুশেন—স্মিথ। দলের রানও বেড়েছে। ফিফটি ছুঁয়েছেন লাবুশেন। ফিফটির পর কিছু দূর এগিয়েছেন। দলীয় ২৩৭ রানের মাথাতে ১৪৫ বলে ৭২ রানের ইনিংস খেলে আউট হন লাবুশেন। এরপর ক্রিজে আসেন ভারতের যমে পরিণত হওয়া ট্রাভিস হেড। তবে এদিন হতাশ করেছেন হেড। ৭ বলে ০ রান করে ডাক মেরে সাজঘরে ফিরেছেন ট্রাভিস হেড। হেডকে ফিরিয়েছেন বুমরাহ। পরের ওভারে মিচেল মার্শকেও আউট করেছেন বুমরাহ। ১৩ বলে ৪ রান করেছেন মার্শ। এরপর স্মিথের সাথে জুটি বাঁধেন অ্যালেক্স ক্যারি। শেষ বিকেলে সাবলীল ছিলেন ক্যারি এবং স্মিথ। ফিফটি ছুঁয়েছেন স্মিথ। ৩০০ পার করে দিন শেষ হয়েছে অস্ট্রেলিয়ার। একদম শেষ দিকে গিয়ে আউট হয়েছেন ক্যারি। ৪১ বলে ৩১ রানের ইনিংস খেলে বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। তবে স্মিথ টিকে আছেন। ১১১ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্মিথের সাথে ক্রিজে টিকে আছেন অধিনায়ক প্যাট কামিন্স। ১৭ বলে ৮ রান করে অপরাজিত আছেন কামিন্স। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন জাসপ্রীত বুমরাহ। ১টি করে উইকেট নেন আকাশ দ্বীপ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ এটি। সিরিজে চলছে ১—১ সমতা।