রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভারতীয় দলে আবারও বড় ধাক্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ইতোমধ্যেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। কিন্তু সেই পর্ব শুরুর আগেই ভারতীয় দলে এলো বড় ধাক্কা। হঠাৎ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। যিনি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের অন্যতম নায়ক ছিলেন। জাদেজার বদলে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। পাকিস্তানের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জাদেজা। ২৯ বলে করেছিলেন ৩৫ রান। ভারতের জয়ের পেছনে তার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, জাদেজা ডান হাঁটুতে চোট পেয়েছেন। বোর্ডের চিকিৎসকরা তার ইনজুরির দেখভাল করছেন। জাদেজার বদলে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। উলে­খ্য, হংকংয়ের বিপক্ষে ১ উইকেট শিকার করে জাদেজা এখন এশিয়া কাপে ভারতের সফলতম বোলার। তিনি টপকে গেছেন ২২ উইকেট নেওয়া ইরফান পাঠানকে। এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ খেলছিলেন জাদেজা। তবে ইরফান পাঠানের সবগুলো শিকার ছিল ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে। আর জাদেজা ওয়ানডে আর টি-টোয়েন্টি উভয় ফরম্যাট মিলিয়েই ২৩ উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com