শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

ভারতীয় সহকারি হাইকমিশনার রাজেশ কুমারকে বিদায়ী শুভেচ্ছা এমপি রবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার \ বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের ভারতীয় সহকারি হাইকমিশনার বাংলাদেশ থেকে দিল­ীতে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে ভারতীয় সহকারি হাইকমিশনারকে ক্রেস্ট ও জাতীয় স্মৃতি সৌধ উপহার দেন এবং বীরমুক্তিযোদ্ধা এমপি রবি তার পক্ষ থেকে সফলতা কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান। বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষ থেকে মহান স্বাধীনতার স্মৃতি সম্বলিত দূলর্ভ শুভেচ্ছা উপহার পেয়ে খুবই খুশি হয়ে ধন্যবাদ জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার রায়না বলেন, সাহসীদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মত এত বেশি আতিথিয়তা পরায়ন দেশ পৃথিবীতে আর একটিও নেই। আমি বাংলাদেশকে ও বাংলাদেশের মানুষদের কখনও ভুলবোনা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার এর সহধর্মিনী নন্দিতা পাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com