এফএনএস স্পোর্টস: আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে পাঁচজন বিশেষজ্ঞ স্পিনার জায়গা পেয়েছেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য অবসর নেওয়া স্পিনার রবিচন্দ্রন অশি^ন। তার মতে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে এত সংখ্যক স্পিনার রাখার যৌক্তিকতা নিয়ে ভাবার প্রয়োজন আছে। ভারতের স্কোয়াডে স্পিন আক্রমণে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর। পেস আক্রমণে মোহাম্মদ শামি, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা থাকলেও, অনেকের মতে ভারসাম্যের অভাব রয়েছে স্কোয়াডে। অশি^ন তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এত বেশি স্পিনার নিয়ে দুবাইয়ে যাচ্ছি আমরা। পাঁচ স্পিনার! অথচ তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল স্কোয়াডে জায়গা পেল না।’ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের জন্য ভালো, যেখানে স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা থাকে না। আইএলটি—টোয়েন্টি লিগের সাম্প্রতিক পরিসংখ্যানেও দেখা গেছে, ব্যাটসম্যানরা সহজেই ১৮০—এর বেশি রান তাড়া করতে পারছেন। অশি^নের মতে, ‘দুবাইয়ে বল খুব বেশি টার্ন করে না। তাহলে এত স্পিনার নিয়ে যাওয়ার যৌক্তিকতা কী?’
বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক মনে করছেন, ভারত তাদের স্কোয়াড নির্বাচনে ব্যাকআপ অপশনকে গুরুত্ব দিয়েছে। কুলদীপ যাদব একাদশে থাকবেন বলে নিশ্চিত। তবে বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর একই দলে কীভাবে জায়গা পাবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। অন্যদিকে, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা দুজনই বাঁহাতি স্পিনার এবং অলরাউন্ডার। তাদের একসঙ্গে খেলানো হলে দল ভারসাম্য হারাতে পারে। অন্যদিকে, পেস আক্রমণে মাত্র তিনজন বোলার থাকায় ইনজুরির ঝুঁকি দেখা দিলে সমস্যা তৈরি হতে পারে। ভারতের প্রতিপক্ষ দলগুলোর স্কোয়াড বিশ্লেষণ করলেও দেখা যায়, তারা স্পিনের চেয়ে পেস আক্রমণে বেশি গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের স্কোয়াডে তিনজন বিশেষজ্ঞ স্পিনার থাকলেও, পাকিস্তান দলে মূল স্পিনার হিসেবে আছেন কেবল আবরার আহমেদ। নিউজিল্যান্ডও দুইজন স্পিনার নিয়ে যাচ্ছে, যেখানে মূল ভরসা মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল। ভারতই একমাত্র দল, যারা পাঁচজন বিশেষজ্ঞ স্পিনারকে স্কোয়াডে রেখেছে। ভারতের পাঁচ স্পিনার নেওয়ার কৌশল সফল হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে অশি^নের প্রশ্ন যুক্তিযুক্ত, বিশেষ করে দুবাইয়ের উইকেট বিবেচনায়। ভারত কি শেষ মুহূর্তে দল পরিবর্তন করবে, নাকি এই স্ট্র্যাটেজিতে অটল থাকবে? ক্রিকেটবিশ^ এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে।