এফএনএস স্পোর্টস: পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ খেলা। তবে ভারতীয় ক্রিকেট কর্মকর্তাদের এই ম্যাচের দিকে কোনো নজর নেই যেন। তারা ব্যস্ত আগামী বিশ্বকাপের দল তৈরিতে। যদিও তাদেরকে একটু ‘স্বস্তি’ (!) দিয়েছিলো বৃষ্টি। কারণ, বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাট করতেই নামতে পারেনি। খেলা পরিত্যাক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের দল তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গত শনিবার মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করা হয়েছে। দলে জায়গা হয়নি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনের। সুযোগ পাননি আরও দুই ক্রিকেটার। যদিও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চ‚ড়ান্ত দল ঘোষণা করতে হবে বিশ্বকাপের জন্য। সাঞ্জু স্যামসন ছাড়াও দলে সুযোগ পাননি তিলক বার্মা এবং প্রাসিদ কৃষ্ণা। শনিবার রাতের দিকে নির্বাচক কমিটির সদস্যেরা বৈঠকে বসেন। লোকেশ রাহুলের বিশ্বকাপ খেলার ব্যাপারে অনিশ্চয়তা দূর হওয়ায় সাঞ্জুকে দলে রাখেননি নির্বাচকরা। এশিয়া কাপের ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় যান প্রধান নির্বাচক অজিত আগারকার। ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি এবং অন্য নির্বাচকরা কথা বলেন। অন্য নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে ফোন কনফারেন্সের মাধ্যমে। প্রত্যাশা মতোই বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্য়াটার ইশান কিশানকে বিশ্বকাপের দলে রাখা হচ্ছে। সাঞ্জুর লড়াই ছিল মূলত তার নিজের সঙ্গে। বাঁ-হাতি আগ্রাসী ব্যাটারকেই বেছে নিয়েছেন রোহিত, দ্রাবিড়েরা। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সুর্যকুমার যাদব। চার জন অলরাউন্ডারকে রাখা হয়েছে দলে। তারা হলেন হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর। রয়েছেন তিন জন জোরে বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ যাদব। শনিবারের বৈঠকে রাহুলের ফিটনেস নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ম্যাচ ফিট না হওয়ায় এশিয়া কাপের গ্রæপ পর্বের ম্যাচগুলি খেলতে পারছেন না তিনি। সুপার ফোর পর্বে তাঁকে খেলাতে পারেন রোহিতেরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবে ভারতীয় দল। তা ছাড়া বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। হাতে কিছুটা সময় থাকায় রাহুলের বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। তাই তাঁকে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে দলে রাখা হয়েছে। ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে হবে। ৪ সেপ্টেম্বর বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রাথমিক দল বেছে নেবেন নির্বাচকরা। ওই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। ওইদিন এশিয়া কাপে ভারত-নেপাল ম্যাচ রয়েছে। তাই শনিবার রাতেই কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন আগারকার। জেনে নিয়েছেন তাদের মতামত। বিশ্বকাপে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাননি তাঁরা।