মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ১৩, আহত ২৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : ভারতের মহারাষ্ট্রে মুম্বাই-পুনে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গিয়ে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, গতকাল শনিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাসটি একটি সংগীত দলের সদস্যদের নিয়ে পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। তারা পুনের চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুম্বাইয়ের গোরগাও ফিরছিলেন। পথে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বাসটি শিংরোবা মন্দিরের কাছে একটি খাদে পড়ে যায়। রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ ঘার্জে বলেছেন, আহত ও নিহতরা মুম্বাইয়ের সাইন ও গোরগাও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে জানিয়েছেন, মৃত ও আহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের একটি দল এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক টুইট বার্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে। নিহত যাত্রীদের স্বজনদের জন্য ৫ লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com