ভোমরা সীমান্তে রেড এলার্ডজারী
স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারীতে রেখেছে বিজিবি সদস্যরা। দুর্নীতিবাজ, হাঙ্গামা সৃষ্টিকারী এবং পতিত সরকারের কোন নেতা অবৈধ ভাবে সীমান্ত পার হতে না পারে একই সাথে দেশের বিরাজমান পরিস্থিতির কারনে সীমান্তে নজরদারী, টহল এক কথায় নিছিন্দ্র নিরাপত্তার চাদরে রেখেছে। গতকাল বরিশাল জেলা আওয়ামীলীগের নেতা নিরব হোসেন ওরফে কেশিয়ার লিটনকে বিজিবি সদস্যরা আটক করেছে। ভোমরা বিজিবি সূত্রে জানাগেছে সীমান্ত রেড এলার্ড জারী করা হয়েছে।