এফএনএস বিদেশ : ভারত—পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। গতকাল রোববার পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতার দুই ব্যক্তি হলেন পলক শের মসীহ ও সুরজ মসীহ। অমৃতসর রুরাল পুলিশ গত শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে এই দুই অভিযুক্তের যোগাযোগ ছিল। এই সংযোগ তৈরি হয়েছিল অমৃতসর সেন্ট্রাল জেলে আটক হরপ্রীত সিং ওরফে পিট্টু ও ওরফে হ্যাপির মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ডিজিপি যাদব বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিপন্ন করার যেকোনও চেষ্টার বিরুদ্ধে আমরা কঠোর ও দ্রুত পদক্ষেপ নেবো। পাঞ্জাব পুলিশ জাতীয় স্বার্থরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গত সপ্তাহে, অমৃতসর কমিশনারেট একটি সম্ভাব্য গ্রেনেড হামলা প্রতিহত করে। এই হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই—এর মদদপুষ্ট বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)—এর পাঁচ সদস্য যুক্ত ছিল বলে দাবি করা হয়। তারা বিদেশে অবস্থানরত কুখ্যাত গ্যাংস্টার জীবন ফৌজির নির্দেশে কাজ করছিল। গ্রেফতার ব্যক্তিরা হলেন নরেশ কুমার ওরফে বাব্বু, অভিনব ভাগত ওরফে অভি, অজয় কুমার ওরফে আজ্জু, সানি কুমার। তারা সবাই অমৃতসরের হরিপুরার বাসিন্দা। এ ছাড়া ১৭ বছর বয়সী এক কিশোরকেও গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে। ডিজিপি যাদব জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের জন্য এই চক্র মোটরসাইকেল ব্যবহার করতো এবং তাদের লক্ষ্য ছিল পুলিশ স্থাপনাগুলোতে হামলা চালানো। সূত্র: আইএএনএস, এনডিটিভি