এফএনএস বিদেশ : ভারতে প্রাপ্ত বয়স্কদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের নাকে নেওয়ার টিকা (নাসাল ভ্যাকসিন)। গতকাল মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়া বলেছেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের জন্য সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিজ্ঞান, গবেষণা, উন্নয়ন এবং মানবসম্পদকে কাজে লাগিয়েছে। ফেব্র“য়ারিতে মুম্বাইভিত্তিক গ্লেনমার্ক কোম্পানি একটি নাকের স্প্রে ফেবিস্প্রে নামে বাজারে ছাড়ে। সানোটাইজ কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ভারতের ওষুধ নিয়ন্ত্রক এটির উৎপাদন ও বাজারজাত করণের অনুমোদন দিয়েছিল। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, ভারতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে এটি ২৪ ঘণ্টায় ভাইরাল লোড ৯৪ শতাংশ এবং ৪৮ ঘণ্টায় ৯৯ শতাংশ হ্রাস করেছে।