শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

ভারত সীমান্তে উদ্ধার বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

এফএনএস: দুদিন পর বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৬০) লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে লাশটি হন্তান্তর করা হয়। বাল্লা সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে লাশটি হন্তান্তর করে। নিহত জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার ছেলে। এর আগে নিখেঁাজের পরদিন ৭ জানুয়ারি ভারত সীমান্তে জহুর আলীর লাশ উদ্ধার করে খোয়াই থানা পুলিশ। তিনি পেশায় একজন নিরাপত্তাপ্রহরী ছিলেন। পুলিশ জানায়, গত শনিবার পাঁচ দিনের ছুটিতে নিজ বাড়ি পশ্চিম ডুলনায় আসেন জহুর আলী। পরদিন সন্ধ্যায় বাড়ি থেকে লুঙ্গি বিক্রির জন্য বের হন। পরে অনেক সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খেঁাজাখুঁজি করেন। ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানা যায়, ভারতের সীমান্তবর্তী গৌড় নগর এলাকায় একটি লাশ পড়ে আছে। পরে লাশটি ভারতের খোয়াই টাউন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই টাউন সরকারি হাসপাতাল মর্গে পাঠায়। চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, জহুর আলীর দেহে গুরুতর কোনো জখম নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com