ধুলিহর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ধুলিহর ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী। ফলাফল ঘোষণা শেষে দক্ষ শিক্ষকদের সম্মাননা প্রদান ও প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে মেধা ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলতিয়া স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম হুমায়ূন কবির, মির্জাপুর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দত্ত, দরবাস্থিয়া স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রানী, ভালুকা চাঁদপুর স. প্রা. বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আ. জলিল সরদার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, শুকদেব দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আ. মতিন, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, কৃষ্ণ কান্ত রায়, শামীম আরা পারভীন, দেবপ্রসাদ সরকার, শাহীনা খাতুন, সেলিনা আক্তার, আমীর আলী, পবিত্র রায়, বাদশা সাইফুল্লাহ, মাহবুবুর রহমান মুন্না, রাজকুমার মল্লিক, মো. মনিরুজ্জামান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ বাবলুর সার্বিক নির্দেশনায় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আফরিন সুলতানা ও আইনুন্নাহার।