কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে নবাগত পরিষদবর্গের শুভাগমন এবং সাবেক চেয়ারম্যান ও মেম্বরদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাইমারি স্কুল মাঠে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। যুবলীগ নেতা জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিদায়ী সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদ বিশ্বাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুদ, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খান আসাদুর রহমান, উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটি যুগ্ন সম্পাদক সজল মুখার্জি প্রমুখ।