স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও খাঁরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। বিদ্যালয় পরিদর্শন কালে তিনি শিক্ষার্থীদের পাঠদান করেন এবং শিক্ষদের পাঠদান প্রত্যক্ষ করেন, পাঠ দান শেষে শিক্ষকদের সাথে মত বিনিময় কালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসরনে শিখন ঘাটতি পুরন ও সাপ্তাহিক মূল্যায়ন বিষয়ে অবহিত হন, বিদ্যালয়ের রেকর্ড সংরক্ষন প্রত্যক্ষ করেন, সামগ্রীক ব্যবস্থাপনায় তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান, এর পূর্বে তিনি শিক্ষকদেরকে বিদ্যুতের অপচয় রোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের ও কৃচ্ছতা রোধে দায়িত্বশীল হওয়ার আহবান জানান, বিনা প্রয়োজনে ইলেকট্রিক পাখা ও বাতি ব্যবহার না করার নির্দেশনা দেন। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক। প্রধান শিক্ষক যথাক্রমে আব্দুস সালাম, নাছিমা বোস সহ সহকারী শিক্ষকগন।