এফএনএস: বড়দিনে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ অভিনীত নতুন সিনেমা বেবি জন। এ সিনেমা দেখেই রাগে ক্ষেপেছেন সালমান ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবি থেরি—র রিমেক গল্প তৈরি করেন অ্যাটলি। এ সিনেমা পরিচালনা করেন কালেস। তাদের দুইজনের ইচ্ছাতেই বরুণের এ সিনেমাতে ক্যামিও চরিত্রে হাজির করা হয় বলিউড মেগাস্টার সালমান খানকে। এ সিনেমায় সালমানকে ‘এজেন্ট ভাইজান’হিসেবে উপস্থাপন করা হয়। বরুণের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যেও দেখা যায় সালমানকে। এ সিনেমার ট্রেলারেও দেখা যায় সালমানকে। কাপড় দিয়ে মুখ ঢেকে সালমানের দুটি দীঘল চোখ দেকানো হয় ট্রেলারের একেবারে শেষে। ট্রেলারের একেবারে শেষে চমক হিসেবে সালমান ধরা দিয়ে বলেন মেরি ক্রিসমাস। গত বুধবার প্রেক্ষাগৃহে এ সিনেমা মুক্তি পায়। এরপরই সালমান ভক্তরা সিনেমাটি দেখতে যান। সিনেমা দেখার পর ভক্তরা মনে করেন, এ সিনেমায় সালমানের মতো মেগাস্টারকে এমন চরিত্রে অভিনয় করানো অপমানজনক। বেবি জনে সালমানের ভিডিও ক্লিপটি এরইমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটদুনিয়া স্ক্রল করে দেখা যায়, নেটিজেনদের বেশিরভাগই অনুরোধ করেছেন, সিনেমায় সালমানের ভিডিও অংশটুকু সরিয়ে ফেলার। জানা যায়, বেবি জন সিনেমায় অনুরোধের ঢেঁকি গিলে বিনামূল্যেই অমন চরিত্রে অভিনয় করেছেন সালমান। শুটিংয়ের সময় নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন এ মেগাস্টার। তাই প্রিয় তারকাকে গুরুত্বহীন ক্যামিও চরিত্রে দেখে সালমান ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।