এফএনএস স্পোর্টস: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র প্রায়ই বর্ণবাদের শিকার হচ্ছেন। সর্বশেষ ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের মাত্রা ছাড়িয়ে গেছে। মাঠেই এর প্রতিবাদ জানানোর পাশাপাশি ভিনি আঙুল তুলেছেন লা লিগার দিকেও। এবার ভিনির সাথে একাত্মতা প্রকাশ করে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল রিয়াল মাদ্রিদের ফুটবলার, কোচ সহ পুরো ক্লাবই। গত বুধবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের আগে ভিনিসিয়ুসের সাথে একাত্মতা ঘোষণা করতে রিয়ালে খেলোয়াড়রা মাঠে ঢুকেছিলেন পিঠে ‘ভিনি’ লেখা জার্সি গায়ে। সেই জার্সির নম্বর ছিল ‘২০’। রিয়ালে ২০ নম্বর জার্সি পরেই খেলেন ভিনিসিয়ুস। ম্যাচের ২০তম ভিনির নাম ধ্বনিত হয়েছে পুরো স্টেডিয়ামে। নিজেদের প্রিয় তারকার প্রতি সমর্থনে বর্ণবাদ বিরোধী নানা রকম প্রতিবাদী ¯েøাগান ও ব্যানারে ভরে উঠে বার্নাব্যু গ্যালারি। সেখানে শোভা পাওয়া ব্যানারেও লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিয়ুস। অনেক হয়েছে…।’ এদিন পুরো সান্তিয়াগো বার্নাব্যুই বর্ণবাদের মত অপরাধের বিরুদ্ধে সরব ছিল। সমর্থকদের অভিবাদনের জবাব দিয়ে ভিনি চলে যান ড্রেসিংরুমে। চোটের কারণে এই ম্যাচে খেলেননি তিনি। ভিনিময় এই ম্যাচে জিতেছে রিয়াল। রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে তারা। গোলের দেখা পেয়েছেন করিম বেনজিমা ও রদ্রিগেজ। সতীর্থদের জয় ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পাশে বসে দেখেছেন ভিনিসিয়ুস।