এফএনএস স্পোর্টস: স্পেন নারী দলকে বিশ্বকাপ জেতানো কোচ জর্জ ভিলদাকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তার জায়গায় মন্তসে তোমে’কে কোচ নিয়োগ করা হয়েছে। স্পেন নারী দলের ডাগ আউটে দাঁড়াতে যাওয়া প্রথম নারী কোচ তিনি। তোমে ২০১৮ সাল থেকে জর্জ ভিলদার সহকারী হিসেবে কাজ করছিলেন। দলের সঙ্গে দারুণ কাজ করে তিনি হেড কোচ হওয়ার সামর্থ্য দেখিয়েছেন বলে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার জেনি হারমোসোকে চুমু দিয়ে বিতর্কিত হন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস। তাকে সকলে সমালোচনা করলেও সমর্থন দেন বিশ্বকাপ জয়ী কোচ ভিলদা। রুবিয়ালেস সেজন্য তাকে চুক্তি নবায়ন করার প্রস্তাবও দেন। কিন্তু তাতে শেষ পর্যন্ত লাভ হলো না। চাকরি হারাতে হলো ভিলদার। স্প্যানিশ এই কোচ ২০১৫ সাল থেকে স্পেন জাতীয় নারী দলের ডাগ আউটে ছিলেন।