স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন ব্যাপার। তারা কাদের ভিসা দেবে কিনা দেবে না তাদের নিজস্ব ব্যাপার। তারা সুনির্দিষ্ট কোন দলের উপর ভিসা স্যানসান দেইনি। যারা নির্বাচনকে বাঁধাগ্রস্থ করবে, নির্বাচনকে যারা ভন্ডুল করতে চাইবে তাদের বিরুদ্ধে ভিসানীতি কার্যকর হবে। তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার কোন দেশ সফরে যেয়ে বলেছেন উন্নয়ন কি এবং উন্নয়ন দেখতে চাইলে তোমরা বাংলাদেশ কে ফলো করো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করো। তিনি গতকাল সাতক্ষীরা পুলিশ লাইনস এ ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরোক্ত কথা বলেন। এর পূর্বে সাতক্ষীরার পুলিশের একটি চৌকস দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে তিনি বৃক্ষ রোপন করে। এর পূর্বে তিনি হেলিপ্যাডে অবতরন করলে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম স্বাগত জানান ও ফুলেল শুভেচ্ছা সিক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত ছিপছাপ, পরিপাটি, সুশৃংখল, সাজানো গোছানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডি আইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামা বাবু, সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম, তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর থানা ওসি মইদুল হক সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।