বিশেষ প্রতিনিধি \ মৎস্য ঘের দখল নিতে হামলায় উভয় পক্ষের ৮ জন জখম হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলার ৮০বিঘা নামক ঘেরে এঘটনা ঘটে। ঘটনার বিবরণে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইন্দ্রনগর গ্রামের মৃত অজেদ আলী পাড়ের পুত্র মোকাররাম আলী পাড় জানান, দেবহাটা উপজেলার দেবীশহর এপ্রিকালচার এন্ড ফিস ফারসিং কোঅপরেটিভ সোসাইটির সদস্য রবীন্দ্রনাথ ব্যাণার্জীর কাছ থেকে কালিগঞ্জ উপজেলার বিল কাজলা মৌজার হাইকোর্টের ডিক্রী মূলে পাওয়া ১০০ বিঘা জমি দীর্ঘ দিন ধরে লীজ নিয়ে কাজলা গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাস, ভাঙানমারী গ্রামের এবাদুল ইসলাম, আব্দুর রহিম পাড় ও ইন্দ্রনগর গ্রামের আব্দুল গফুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাবুরাবাদের ওহাব আলী সরদারের নেতৃত্বে আশরাফুল পাড়, সাগর খাঁ, ফেরদৌস পাড়সহ ৩০-৪০ জন তাদের ঘেরের বাসা ভাঙচুর করে ও লুটপাট করার সময় বাঁধা দিলে হামলাকারীরা ঘেরে থাকা ভাঙানমারী গ্রামের মিজানুর রহমান, জায়েদানগরের রফিকুল পাড়, ভাঙানমারী গ্রামের সেকেন্দ্রার আলী পাড়, ইন্দ্রনগরের মোকাররম পাড় আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে এঘটানায় অপর পক্ষের ফেরদৌস পাড়সহ ২জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বাবুরাবাদের ওহাব আলী সরদারের কাছে জানার জন্য তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার কর করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওহাব আলী সরদারের পুত্র মহব্বত আলী জানান, ওই ঘেরের সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা কিছুই জানেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ভাঙানমারি ভূমিহীন জনপদে হামলা ও পাল্টা হামলার খবর পেয়ে তিনি ক ঘটনাস্থলে যান। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে উলেখ করে তিনি বলেন, বর্তমানে পরিবেশ শান্ত আছে। এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।