ভুরুলিয়া (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ভুরুলিয়াতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ভুরুলিয়া চালিতাঘাটা বাজার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রায়হান কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক লেকচারার শফিকুল ইসলাম, নাজমুল হাসান, মেহেদী হাছান, শামীম হোসেন, আবু মুছা, আবু তাহের, অমেদ আলী, ওসমান, জাসাস এর সদস্য সচিব রাজকানী সেলিম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, খোকন প্রমূখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।