বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে খানপুর বাসস্ট্যান্ড চত্বরে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আব্দুল মজিদ, শুকর আলী, জোবেদা মোস্তফা, শাহানারা মোস্তফা, কুলসুম পারভীন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায়, অত্র এলাকায় চুরি, ডাকাতি, মাদক, নাশকতাসহ বিভিন্ন অপতৎপরতার রোধকল্পে রাত ১০ টার পর থেকে বিনা প্রয়োজনে কেউ চলাফেরা করতে পারবে না, দোকানপাট খোলা রাখতে পারবেনা, অপরিচিত বা বাইরের কোনো ব্যক্তি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করলেন তাৎক্ষণিক থানাকে অবহিত করতে হবে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সহযোগিতা করতে হবে, আর্থিক-জানমাল সহ দুর্ঘটনা এড়াতে আগামী দুই দিনের মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি নাগরিক কমিটি গঠন করে তার তালিকা থানাকে অবহিত করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।