ভুরুলিয়া (শ্যামনগর) প্রতিনিধিঃ ভুরুলিয়া ইউনিয়ন,৭নং ওয়ার্ডের ইছাকুড় গ্রামের এলজিইডি পাকা রাস্তাটি নিম্নমানের ইট এবং বালু দিয়ে তৈরি হচ্ছে। রাস্তাটি ইছাকুড় কাগুজী পাড়া হাজী ব্রিকস থেকে জাহাজঘাটা শাহী মসজিদ পর্যন্ত এক কিলোমিটার কাজের মেয়াদ ছিল ১২ সেপ্টেম্বর ২০১৯ইং থেকে ১১ সেপ্টেম্বর ২০২০ইং পর্যন্ত। কিন্তু বর্তমান এপ্রিল ২০২৩ইং তে এসেও শেষ হয়নি। রাস্তাটির কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে এই সরকারের আগামী ২ই বছর মেয়াদেও শেষ হবেনা। প্রাথমিকভাবে এই কাজের নির্মাণ ব্যয় ধরা হয় ৮৩,৪০,০০৬ টাকা এবং পরবর্তীতে আরও যুক্ত হয় ২০,০০,০০০টাকা, আব্দুর রাজ্জাক নামে একজন ঠিকাদার এ রাস্তার দায়িত্ব পায় যার প্যাকেজ নং-কউজওউচ/ংধঃ/ড-১১৫/২০১৮-১৯(ওউ ঘড়-৩৩৮৫৮৮) স্থানীয়দের অভিযোগ সরোজমিনে দেখা গেছে আমা এবং পুরানো ইট দিয়ে কার্পেটিং করা হয়েছে। রাস্তার দুই পাশের রেলিং করা হয়েছে দুইনাম্বার ইট দিয়ে যা রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে। বর্তমানে ইটের খোয়া ফেলার পর রুলার না করায় রাস্তাটি জনদুর্ভোগে পরিণত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী বলে রাস্তা তৈরিতে চলছে সীমাহীন দুর্নীতি। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা ইঞ্জিনিয়ার ও স্থানীয় জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করলেও ভাল ফল পাওয়া যায়নি। যে কারনে অনিয়ম এবং জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি মৌতলা, ভুরুলিয়া ও কৃষ্ণনগর এই ৩টি ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে থাকে এই রাস্তা দিয়ে। গ্রাম বাসীর প্রত্যাশা উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির কাজ দ্রুত শেষ হয়ে মানুষের চলাচলের উপযোগী হয়ে উঠবে।