বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়ায় প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ৪নং ওয়ার্ড বাসীর আয়োজনে সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে এলাকার উন্নয়ন সহ সার্বিক অবস্থা তুলে ধরে প্রাক-বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসমান তুলাহ, ইউপি সদস্য উম্মে কুলসুম জাহান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইস্কান্দার আলী, দাউদ বয়াতি, মাহাবুব সরদার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা, অত্র এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য আগামী বাজেটে অর্থসংস্থান করতে ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করেন।