ভ্রাম্যমান প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার ভুরুলিয়া ইউনিয়নে আনসার আলীর ভাটার পাশে ফুটবল খেলার মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রতনপুর ফুটবল একাদশ বনাম পি ডি কে ক্লাবের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রতনপুর ক্রিকেট একাদশ টাইব্রেকারে এক শুন্য গোলে পি ডি কে ক্লাবকে পরাজিত করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধুলা অন্তরাত্মার ক্ষুধার তৃষ্ণার খোরাক। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, বিনোদনের বিকল্প কিছু নেই। তাই খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার জন্য এ ধরনের টুর্নামেন্ট আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শুকুর আলী, হাফিজুর রহমান, আবু বক্কার, ইউপি সদস্য জাবেদা সহ আরো অনেকে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল খেলা পরিচালনা করেন বাবু।