ভুরুলিয়া প্রতিনিধিঃ ভূরুলিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী কানাডা প্রবাসী ড. আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু তিনি হাসপাতাল উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূরুলিয়ার কৃতি সন্তান সাবেক উপাধ্যক্ষ নাজিমউদ্দীন, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর কবির, ভূরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, গ্রাম ডাক্তার আমজাদ হোসেন সহ অনান্য ডাক্তার গন। এ সময় বক্তারা এই হাসপাতালকে গরীবের হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য প্রতিষ্ঠার কাছে আবেদন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এই প্রথম ভূরুলিয়ার কোন মানুষ ব্যক্তি উদ্যোগে গরীব ও অসহায় মানুষের কথা চিন্তা করে একটি সুন্দর হাসপাতাল গড়ে তুলেছেন এ জন্য তাকে সাধুবাদ জানাই। ভূরুলিয়ার এ অঞ্চল অনেক অবহেলিত সামর্থবান ব্যক্তিদের সেবামূলক, ব্যবসায়িক ও বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান করেন। প্রতিষ্ঠাতা ড. আনছার আলী সাহেব এলাকা বাসীর সহযোগিতায় এটাকে গরীবের হাসপাতাল হিসেবে গড়ে তোলার আপ্রান চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন। এসময় শ্যামনগর ও কালিগঞ্জ এলাকার গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।