বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুম সহ চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল ইউপি সদস্য ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের ৩,৩৫,৪৮,২১৬/= টাকার বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিয়ার রহমান, প্রাক্তন চেয়ারম্যান মোঃ লিয়াকাত আলি, ইউনিয়ন আ,লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম লাভলু, ডাঃ অবিনাশ গায়েন, আলহাজ্ব এস এম জালাল উদ্দিন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আবুল হোসেন।