বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভুরুলিয়া দরগাহপুর নকিমুদ্দীন দারুস্ সুন্নাত ফাজিল মাদ্রাসার গৌরবের ৫০ বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ ভাবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ জুলাই শনিবার সকাল ১০ টায় দরগাহপুর এনডিএস ফাজিল মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসার অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাবীদ, অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী, মাদ্রাসার অ্যালামনাই এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়াদাত মোহাম্মাদ ইউনুস আলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, অত্র মাদ্রাসার প্রাক্তন সভাপতি মোয়াজ্জেন হোসেন মুকুল, অত্র মাদ্রাসা অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আশরাফ হুসাইন, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক মোঃ আশরাফ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি সহকারী অধ্যাপক এ্যাড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক ও অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) মুহাম্মদ তৈয়্যেবুর রহমান।