এফএনএস বিনোদন: স¤প্রতি সিনেমায় অভিষেক হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। গেলো ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এরইমধ্যে তার একটি মন্তব্যকে ঘিরে চারদিকে ব্যাপক আলোচনা চলছে। এক সাক্ষাৎকারে নিশো বলেন, আমি তো সো-কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না। বাচ্চার কথা বলব না। তার এমন বক্তব্য ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ইঙ্গিত করেছেন বলে অনেকেই মনে করছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নিশো। এ অভিনেতা বলেন, কাউকে ইঙ্গিত করে কথাটি বলিনি। না বুঝে আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে আমি নিজের কথাই বুঝিয়েছি। নিশো বলেন, আমাদেরকে শেখানো হতো নিজের ব্যক্তিগত বিষয়গুলো না বলার জন্য। প্রেমের কথা বললে মেয়েরা পছন্দ করবে না। দর্শক পছন্দ করবে না। এই কথাটাই বলেছি যে ওই সো-কল্ড হিরোইজম তো ফলো করি না। ওই হিরো আমি না যে, বিয়ের কথা বলা যাবে না। বউয়ের কথা বলা যাবে না। বাচ্চার কথা বলা যাবে না বা বয়সের কথা বলা যাবে না। তিনি আরও বলেন, আমি হিরোটাও হতে চাই না, যে কি না মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না। অভিনয়টা আমার অবজারভেশন থেকে আসে। এটা আমার দর্শন। আমি আমার কথা বলেছি। আমি একজন অভিনেতা। বয়স, বউ-বাচ্চা নিয়ে কখনো চাপ ফিল হয় নাই। তাই কথা প্রসঙ্গে আমি ওই ফিলোসফির কথা বলেছি যে, কিন্তু আমি এই জেনারেশনের অভিনেতা। ওই ফিলোসফিটা মেইনটেইন করতে চাই না। এখন এটা যদি কেউ ভেবে থাকেন যে, কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলেছি, আমি ওখানে কারো নামও নিইনি। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।