কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে রোমান শেখ নামে এক ভুয়া এনএস আই’র সদস্যকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া এনএসআই রোমান (২৭) নড়াইল জেলার লোহাগুড়া উপজেলার চাচুইধানিয়া গ্রামের কায়েম শেখের ছেলে। কলারোয়া থানা ও বিজিবি সুত্রে জানা যায়, বুধবার বিকালে ওই ব্যক্তি এনএসআই’র সদস্য পরিচয় দিয়ে সীমান্ত এলাকায় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। এ সময় হিজল্দী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবুল কাশেমের নেৃতত্বে সীমান্তের টহলরত বিজিবি সদস্যেদের তাকে নিয়ে সন্দেহ হলে তার পরিচয় নিয়ে সাতক্ষীরা এনএসআই কর্মকর্তাকে ওই ব্যক্তির বিষয়টি জানান। এ সময় সাতক্ষীরা এনএসআই’র ওই নামে কোন অফিসার বা সদস্য না থাকায় তাকে আটকে রাখতে বলে বিজিবিকে। পরে সাতক্ষীরা এনএসআই অফিস থেকে এনএস আই কর্মকর্তা ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের কোন সদস্য বা কর্মকর্তা ওই ব্যক্তি না বললে বিজিবি তাকে আটক করে। পরে রাতে বিজিবি তাকে কলারোয়া থানায় সোপর্দ করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা ওই ভুয়া এনইসআই সদস্যকে বিজিবি’র থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন।