শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

ভূমিদস্যু ডাকাতদের গ্রেফতারের দাবীতে পারুলিয়ায় খলিসাখালীর জমির মালিক পক্ষ সহ সর্বস্তরের জনগনের মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ায় গতকাল খলিসাখালীর রেকর্ডীয় জমির মালিকরা ভূমিদস্যু, চাঁদাবাজ, অবৈধ দখলদার, অস্ত্রবাজ, ডাকাত চক্রকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে একই সাথে নির্যাতিত, ক্ষতিগ্রস্থ, ভূমিদস্যুদের দ্বারা লুটপাটের শিকার শত শত মালিক ও তাদের পরিবার বর্গ মানবাধিকার সংগঠন সহ সুশীল সমাজকে কথিত ভূমিহীন নামধারী ভূমিদুস্য, ডাকাতদের বিষয়ে সোচ্চার হওয়ার আহবান জানান। গতকাল সকাল দশটায় তিন শতাধীক বৈধ মালিক যারা ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জনকারী তারা ভূমিদুস্য চাঁদাবাজ, ডাকাতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শুরু করে মুহুর্তের মধ্যে এলাকার সাধারন শান্তিপ্রিয় জনসাধারন উক্ত মানববন্ধনে অংশ নেন এবং সাতক্ষীরা পুলিশ প্রশাসন এর প্রতি আহŸান জানান গ্রেফতার এড়াতে পালিয়ে থাকা এবং দেশের বিভিন্ন এলাকার অস্ত্রধারী ডাকাতদের সাথে যোগাযোগ করে আবারও ডাকাতি চাঁদাবাজি, লুটতরাজ করার হীন প্রচেষ্টা করছে। সময় যতই গড়ায় মানববন্ধনের লাইন ক্রমান্বয়ে লম্বা হতে থাকে এক পর্যায়ে প্রায় এক কিলোমিটারের সমান মানববন্ধনের বিস্তৃত ঘটে। খলিসাখালীর তেরশত বিঘার অধিক জমিজমার বৈধ এবং রেকর্ডীয় মালিক তিন শতাধীক দেবহাটা উপজেলার বাইরেও জেলা সদর সহ অন্যান্য উপজেলার লোকজনেরও জমি খলিসাখালীতে, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জমিজমা ও খলিসাখালীতে। গতকালের মানববন্ধনে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। হাজারো মানুষের উপস্থিতি ও অংশগ্রহনে বক্তারা বলেন দেবহাটা বরাবরই শান্ত, এই দেবহাটাকে অস্থিতিশীল, আইন না মানা, জবর দখল, লুটপাট, ডাকাতি সর্বপরি ভূমিহীন নামধারী চিহিৃত ডাকাতরা খলিসাখালীর রেকর্ডীয় জমির জবর দখল সহ লুটপাট চালায়। মালিক পক্ষ সহ এলাকাবাসি ঐক্যবদ্ধ হলে বিশেষ করে লুটপাট এবং ডাকাতির শিকার জনসাধারন এর ঐক্যবদ্ধতায় ডাকাতরা পালিয়ে যায়, কিন্তু তাদের সহযোগি, ইন্ধন দাতারা, সুফল ভোগীদের কেউ কেউ অস্ত্রবাজ, ভূমিদস্যু ও ডাকাতদের রক্ষা করার চেষ্টা করছে। বক্তারা সহযোগী ও রক্ষাকারীদের কেও আইনের আওতায় আনার দাবী জানান প্রশাসন বরাবর। গতকালের মানববন্ধনে দেবহাটার ভূমিহীন নামধারী যারা চাঁদাবাজি, জবর দখল, অস্ত্রবাজি ডাকাতি করেছে তারা শুধু ভূমিহীন নন, এলাকার কেউ নয়, দুর দুরান্তের ডাকাত তাদের কে সহযোগিতা করেছে ভূমিহীন নামধারী ভূমি দস্যুরা, তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। বক্তারা আরও বলেন ভূমিদস্যুদের জবর দখল, ডাকাতি, অস্ত্রবাজি শেষ হওয়ায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সাতক্ষীরার বিশ লক্ষাধীক মানুষ নিরাপত্তা পেয়েছে। বৈধ জমিতে চাঁদাবাজি অস্ত্রবাজি মুক্ত অবস্থায় ভোগ দখল করতে পারছে আর এ জন্য সাতক্ষীরা পুলিশ প্রশাসন জনগনের জান মালের নিরাপত্তা সত্যিকার অর্থে দিয়েছেন এজন্য ধন্যবাদ। জমির মালিক পক্ষ, জনপ্রতিনিধি, সুশিন সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে আরও বলেন চাঁদাবাজ, ডাকাত, অস্ত্রধারী, ভূমিদস্যুরা যদি কোন মহলের সংস্পর্শে বা আশ্রয় প্রশ্রয় পায় তাহলে তাদেরকে কেবল আইনের আওতায় নয়, আগামী দিনে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের সকল মানবাধিকার, সুশিল সমাজকে তাদেরকে বয়কটের আহবান জানান। মানববন্ধনে ডাকাতচক্র, অস্ত্রধারী, চাঁদাবাজ, ভূমিদস্যুদের মধ্যে ইসমাইল মেম্বর, আনারুল, রবিউল, আকরাম, কালু গফুর, নুর আলী, রিপন, আবুল, রিপন, আসাদুল, সাইফুল সহ তাদের সহযোগিদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, প্রাক্তন চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজী গোলাম ওয়ারেশ, ডাঃ নজরুল ইসলাম, আহছানিয়া মিশন কর্মকর্তা মাছুদ ইকবাল, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আঃ আজিজ, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, শ্রমিকলীগ নেতা রাশেদুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, আকবর মেম্বর, সুরুজ ওয়ারেশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com