বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুইদিন ব্যাপি জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ফেব্র“য়ারি মঙ্গলবার নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলার সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু প্রমুক। উক্ত অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সহ মোট ৫২টি ইভেন্টে ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহনে করে। অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাগবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।