ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ভুরুলিয়া ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের দাবি,, স্বপ্ন, চাওয়া পাওয়া ছিল খানপুর সংলগ্ন যমুনা খালের উপর ব্রিজ। সে স্বপ্ন, চাওয়া পাওয়া গতকাল বুধবার বিকালে এ ব্রিজের কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে পুরণ হতে চলেছে। ব্রীজের পাইলিং এর শুভ উদ্বোধনী কার্যক্রম ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর উপস্থিতিতে শুরু হয়। এ সময় উপস্থিত থেকে কাজের সঠিকতা যাচাই করেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপ সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ কাজের মধ্যদিয়ে এলাকাবাসীর স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল। যমুনা খালের উপর নির্মিত ব্রিজ দিয়ে শ্যামনগর, নূরনগর, ভুরুলিয়া, কৃষ্ণনগর ইউনিয়নের মানুষ চলাচলের সুবিধা পাবে অন্যদিকে এসব অঞ্চলের বৃষ্টির পানি এখাল দিয়ে প্রবাহিত হয়ে কাকশিয়ালী নদীতে পতিত হবে। পানি নিষ্কাশনের যে দীর্ঘদিনের অসুবিধা ছিল সে সমস্যার স্থায়ী সমাধান হল বলে মনে করছেন স্থানীয় জনগণ। যমুনা খালের উপরে এ ব্রিজ পেয়ে অভিভূত এলাকাবাসী এ সময় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।