ভুরুলিয়া প্রতিনিধি ঃ ভুরুলিয়া সর্বসাধারণের জন্য করোনার প্রথম পর্যায়ের টিকা গ্রহণ থেকে বাদ পড়া জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় ভূরুলিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডে খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাগবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সিরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প বসে। সকাল থেকে এলাকার টিকা গ্রহণে বাদ পড়া অধিকাংশ লোক ১২বছরের ঊর্ধ্বের বয়স থেকে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করেন। জনগণকে উৎসায়িত এবং সুষ্ঠু ভাবে টিকা প্রদানের জন্য এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু প্রত্যেকটি ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বাদ পড়াদের আগামী ২৬ তারিখ টিকাকেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন, অন্যথায় টিকা গ্রহণ না করলে সরকারি যেকোনো সুযোগ-সুবিধা থেকে বাধা-বিপত্তি হতে পারে।