জি এম আমিনুর রহমান রমজাননগর থেকেঃ শ্যামনগর উপজেলার ভেটখালী অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক প্রকৃত ক্ষুদ্র ও বর্গাচাষীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ভেটখালী অগ্রণী ব্যাংক লিমিটেডের ২১ জন গ্রাহকের মাঝে ৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান এস এম ইস্রাফিল হোসেন, রমজাননগর ইউপি চেয়ারাম্যান শেখ আল-মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, ভেটখালী শাখার পিও এবং ব্যবস্থাপক প্রবীর কুমার সরকার প্রমূখ।