রমজাননগর শ্যামনগর প্রতিনিধি ॥ “যারা মানুষ ও জাতি গড়ার কারিগর; তারা শুধুই শিক্ষক নয় বরং আশার বাতিঘর” এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। রমজাননগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেটখালী এ করিম ম্যাধমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক ছাত্র-ছাত্রীদের সমন্নয়ে অত্র বিদ্যালয় হতে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপসিথত ছিলেন প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম বিদ্যালয়ের হলরুমে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ সহ সারা বিশ্বের সম্মানিত শিক্ষক/ শিক্ষিকাগণের সুখ-শান্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে সকল শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিল।