মীর আবু বকর ॥ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আলীগ ও জাতীয় পার্টির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা আলীগের আয়োজনে গতকাল বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউ রিসোর্ট সেন্টারে সদর উপজেলা আলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসার জন্য দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। আলীগ সরকার ক্ষমতা থাকলে দেশের মানুষের উন্নয়নে কাজ করে। জাতীয় পার্টি ও দেশের এই অগ্রযাত্রায় প্রশংসা দাবিদার। প্রধানমন্ত্রী সাতক্ষীরায় মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক উপহার দিয়েছেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীকে বিজয়ী করতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আলীগের যুগ্ন সাধাঃ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, বাংলাদেশ আলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃহত্তর স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেছি। দলীয় সভানেত্রী যা ভাল মনে করেছেন তিনি সেটাই করেছেন। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতিকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্তীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক আশরাফুজ্জামান আশু। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। আমাকে মনোনয়ন প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিজয়ী হলে আলীগ-জাতীয় পার্টি একসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে বিজয়ী করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারাফ হোসেন মশু, আলীগের নেতা আসাদুজ্জামান অছলে, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ সাইফুল করিম সাবু, আলীগের নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্শেদ, এসএম শওকত হোসেন। এসময় আ’লীগের ও জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।