ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধে সাতক্ষীরা সদর উপজেলার বৃহত্তম ধুলিহর—ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বুধবার সকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ধুলিহর—ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আ.আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো: মেহেদি হাসান তানভীর। তিনি বলেন “ভোক্তা অধিকার সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী যদি পণ্যের মূল্য বৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ সময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান এবং বাজার মনিটরিং জোরদার করার প্রতিশ্রুতি দেন। সাথে প্রত্যেক দোকানে মূল্য তালিকা রাখতে বলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল, সহ— সভাপতি ছলেমান মোড়ল, প্রচার সম্পাদক মো: মামুন হোসেন, সাংবাদিক ও ইউপি সদস্য মো: আব্দুল হাকিম, কামরুল ইসলাম, ব্যবসায়ী মো: শাহিনুর রহমাম, দেবব্রত সাহা, ইব্রাহীম সরদারসহ বাজারের সকল ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।