স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করনের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যথাযথ দায়িত্বশীলতার বিষয়টি বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। গতকাল নির্বাচন চলাকালীন সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোট গ্রহনকারী কর্মকর্তা, প্রার্থীদের পোলিং এজেন্টদের সাথে কথা বলেন, ভোট কেন্দ্রের সামগ্রীক নিরাপত্তা ও ভোটগ্রহন পরিবেশ নির্বিঘœ থাকায় সন্তোষ প্রকাশ করেন। ভোট কেন্দ্রগুলো পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোট শুরু হতে শেষ হওয়া পর্যন্ত এমনই নিরিবিচ্ছিন্ন শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে গণমাধ্যমকে জানান এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশই ছিল। সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএমে ভোট গ্রহন চলে।