এফএনএস: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। আমাদের প্রার্থীরা যেনো বিজয়ী হয় সেই মনোভাব নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি বলেন, নির্বাচনের প্রতি আস্থা অনেকাংশেই দেশের মানুষ হারিয়ে ফেলেছে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক প্রশ্মের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণের স্বার্থে কাজ করে এগিয়ে যেতে চাই। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি। তিনি আরও বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে অংশ নেবো, পার্টির এমন সিদ্ধান্ত ছিল। আমাদের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন। প্রার্থীরা যেনো প্রচার-প্রচারণাসহ সব নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেনো স্বাচ্ছন্দে ভোট দিতে পারেন। ভোটাররা যেনো অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দেশের মানুষ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিয় সভায় কাজের অগ্রগতি সম্পর্কে মূল্যায়ন করা হবে। এ অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতে সিদ্ধান্ত নেওয়া হবে। এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জামানত হারিয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকারের আরও অনেকগুলো নির্বাচনে আমরা জয়ী হয়েছি। তবে বেশিরভাগ নির্বাচনেই সরকারি দলের সমর্থকরা আমাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে আমারা গণমাধ্যম ও সংসদে কথা বলেছে এবং প্রতিবাদ করেছি। জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের নির্বাচনী জোট ছিল, সেটা এখন আর নেই। আমরা কখনোই নৌকা নিয়ে নির্বাচন করিনি, আমরা লাঙ্গল নিয়েই নির্বাচন করেছি। কারো দয়ায় জাতীয় পার্টি নির্বাচন করবে না। আমরা কাউকে ভয় করে রাজনীতি করি না। নির্বাচন সুষ্ঠু করতে দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত করবো। তারপরও নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তীতে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো।