বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আ. লীগের মুখোশ ফের উন্মোচিত: ফখরুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই নির্বাচন বাতিল করে পুনরায় তা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। মির্জা ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মধ্যযুগীয় কায়দায় পুলিশকে ব্যবহার করে ধ্বংস করে দিলো। এটি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আরেকটি পদক্ষেপ। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যবস্থাকে আঘাত করতে চলছে। সংবিধান অনুযায়ী বিচার, আইন, নির্বাহী বিভাগের স্বাধীনতা থাকার কথা। কিন্তু বিচার বিভাগ যখন আক্রান্ত-কলঙ্কিত হয়, যখন কার্যকারিতা বিনষ্ট হয়, তখন রাষ্ট্রের উপর জনগণের আস্থা কমে যাবার শঙ্কা থাকে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নেই। সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। যার ন্যাক্কারজনক উদাহরণ সুপ্রিম কোর্টের ঘটনা। ফখরুল বলেন, একদলীয় শাসন কায়েম করতে চায় আওয়ামী লীগ। বিচার বিভাগও যদি এভাবে করায়ত্ত¡ হয়, তবে মানুষ ন্যায়বিচার পাবে না। যারা সিনিয়র আইনজীবী, বিচারপতি আছেন, তারা কীভাবে নীরব থাকছেন? নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। এটি শুধু আইনজীবীদের জন্য নয়, জাতির জন্য কলঙ্কজনক। প্রধান বিচারপতি নিশ্চয়ই বিচার অঙ্গনের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসবেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে বহিরাগত ও পুলিশের উপর নির্ভর করে বার নির্বাচন দখল করেছে। রাষ্ট্রের চরিত্র কী দাঁড়াচ্ছে? দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচন হলো। দেশের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com