ভোমরা প্রতিনিধি : ভোমরায় ভারতীয় ট্রাকের চাকায় পিষ্টে ১ হাত হারালেন ১ ব্যক্তি মর্মান্তিক ঘটনাটি গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার ভোমরা স্থলবন্দর ২নং গেটের সামনে ঘটে। গরুত্বর আহত আকবার আলী গাজী ভোমরা গ্রামের মৃত আব্দুর জব্বার গাজীর পুত্র, জানাগেছে আহত আকবার আলী সন্ধ্যায় ২নং গেটের সামনে দিয়ে হেটে যাচ্ছিল এসময় ভারতীয় দ্রুতগামী ডই-২৫ ঊ ৭৮৮২ নং ট্রাকটি ভারতে যাওয়ার পথে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পড়ে যাওয়ার পর ট্রাকের চাকা হাতের উপর দিয়ে পৃষ্টে গিয়ে হাত বিচ্ছন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়।