ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের ভোমরা সিমান্তে বিজিবি ও ভারতীয় বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি ও বিএসএফ যৌথ আয়োজনে গতকাল বেলা ১১টায় ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে ভলিবল টুর্নামেন্ট আনন্দময় হয়ে উঠে। খেলায় বিএসএফকে হারিয়ে বিজিবি জয় লাভ করেন। পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির টুআইসি কায়েস মোহাম্মদ কফিল উদ্দীন, বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, ভোমরা কোম্পানী কমান্ডার মো: জাহিদ শিকদার, বিএসএফ ১০২ ব্যাটালিয়নের অধিনায়ক শম্ভু প্রসাদ, সহ অধিনায়ক শরাবজিত সিং সহ অন্যান্য বিএসএফ কর্মকর্তারা। খেলায় উভয় দলের মধ্যে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।