সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোমরায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণদিবস কর্মবিরতি পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

মীর আবু বকর \ জাতীয় রাজস্ব বোর্ড লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধন সহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। সারাদেশের ন্যায় গতকাল সাতক্ষীরা ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি পালিত হয়। জানা গেছে, এনবিআর সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বিধিমালা ১৬ ও ২০ যে কালো আইন প্রতিষ্ঠা করে ব্যবসায়ীদের হতাশ করেছে। আমদানিকারক কোন ভুল কাগজপত্র প্রদান করলে সিএন্ডএফের উপরে জরিমানা করা হয়। লাইসেন্সের মালিক মৃত্যুর পর মালিকানা নমিনী নামে নিঃস্বার্থ প্রদান করতে হবে। পোস্ট এন্টি বিধান সহজতর করতে হবে। শুল্কায়নের ক্ষেত্রে সকল কাস্টম হাউসে মূল্য এক রাখার ব্যবস্থা করতে হবে। বিল অফ এন্টি স্থগিত/বাতিলের বিধান বলবৎ রাখতে হবে হবে। অন্যথায় সিএন্ড এফ উপর কোন প্রকার দায়ভার চাপাতে পারবে না যদি আমদানিকারক মালামালের ট্যাক্স প্রদান না করে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে আইন করা হযেছে সেটি অবশ্যই কালো আইন এটি বিলুপ্ত করতে হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে ভোমরা সিএন্ডএফ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি সম্পর্কে জানতে চাইলে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাঃ সম্পাদক এএসএম মাকসুদ খান দৃষ্টিপাতকে জানান জাতীয় রাজস্ব বোর্ডে বেশ কিছু আইন পাস হয়েছে যেগুলো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছি। ব্যবসায়ীদের উপরেই সকল কিছু চাপ সৃষ্টি করছে। আমদানিকারকদের ভুলের খেসারতের প্রভাব ব্যবসায়ীদের উপর পড়ছে। তাছাড়া উলে­খ্য দাবিগুলো পূরণ না হলে সিএন্ডএফ ব্যবসা পরিচালনায় কষ্টসাধ্য হয়ে পড়বে। তিনি আরো বলেন, অনতিবিলম্বে বিধিমালা বাতিল করে ব্যবসায়ীবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি করেন। কালো আইন নীতিমালা সংশোধন না হলে পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বিকল্প কর্মসূচি গ্রহণ করা হবে। ভোমরায় দিনব্যাপী পূর্ণদিবস কর্মসূচিতে কোন মালামাল লোড-আনলোড করা হয়নি। আজ থেকে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের ন্যায় সচল থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com