স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২ হাজার ৩০০ শত পিচ মাদকদ্রব্য ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদরের নবাতকাটি গ্রামের ছলেমান সরদারের পুত্র মোঃ ফারুক হোসেন (৪২) ডাকাতপোতা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র মো: ইউসুফ হোসেন (২৩)। র্যাব ৬ সূত্রে জানাগেছে, ভোমরা নবাতকাটি জনৈক ফারুকের বাড়িতে ইয়াবা মজুদ রেখে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল বেলা ১২টায় র্যাবের একটি অভিযান চালিয়ে আসামী ফারুকের বাড়ি থেকে ২৩০০ পিচ ইয়াবা সহ তাদের আটক করে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীলা ক্যাম্প কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।